রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর হাবিবুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। হাসপাতাল সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ রিকশায় ছিলেন। রিকশাটিকে একটি ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন তিনি। নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের