ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নৈতিকতাবোধে উদ্বুদ্ধ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সার্টিফিকেট অর্জন বা পেশাজীবী হওয়া নয়। এর মূল লক্ষ্য মানবকল্যাণ। তিনি শিশু হত্যাসহ সামাজিক নানা চিত্র তুলে ধরে বলেন, মানবিক মূল্যবোধে জাগ্রত হয়ে এসব সামাজিক ব্যাধি দূর করতে হবে। আজ আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ঢাবির নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে 'দর্শনের আন্তঃবিষয়ক সম্পর্ক ও মানবকল্যাণ' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়াউর রহমান এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দীন প্রবন্ধ উপস্থাপন করেন।
আলোচনায় অংশ নেন দর্শন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক এবং ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক খন্দকার ফারজানা রহমান। স্বাগত বক্তব্য দেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও দর্শন বিভাগের ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের