kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


তরিকুল হাসপাতালে, দেখতে গেলেন ফখরুল

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ১৬:১১তরিকুল হাসপাতালে, দেখতে গেলেন ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতালে দেখতে যান। রাজধানীর বারডেম হাতপাতালে বুধবার তরিকুল ইসলামকে ভর্তি করা হয়। তরিকুল ইসলাম খুবই অসুস্থ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে তরিকুল ইসলামকে দেখতে যান। এ সময় তিনি অসুস্থ তরিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি আরো জানান, বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে সামনে রেখে তারিকুল ইসলামের সঙ্গে দলীয় গণতন্ত্র সংশোধনী অগ্রগতি সম্পর্কেও আলোচনা করেন মির্জা ফখরুল।

 


মন্তব্য