kalerkantho


বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে ইইউ : বাণিজ্যমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

১০ মার্চ, ২০১৬ ১৪:৫২বাংলাদেশে বিনিয়োগ বাড়াচ্ছে ইইউ : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ দেশে তাদের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ অন্য কম্পানিগুলোকেও এখানে বিনিয়োগে উৎসাহিত করবে সংস্থাটি। ফলে ইইউতে বাংলাদেশি পণ্যের বাজার প্রসারিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় ইইউ এর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুও উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশের সুবিধা বাড়াতে ইইউ নানা সহযোগিতা করছে। তারা আমাদের সবচে বড় রপ্তানি ক্ষেত্র। এ দেশে বিনিয়োগবান্ধব পরিস্থিতি দেখে তারা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখানে যারা বিনিয়োগ করছেন, আমরা নিজেরাই তাদের মুনাফার সুযোগ বাড়িয়ে দেই। এ জন্য বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো।
 
ইইউর রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার, মন্ত্রণালয়, প্রশাসনসহ সংশ্লিষ্টরা মনোযোগী হলে পারস্পরিক এ সম্পর্ক ও সমঝোতা আরও বাড়বে। আমরা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবো বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে। যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আমাদের অনেক ভালো। এটি আরও বাড়াতে চাই। রপ্তানিতে আমরা সুবিধা দেই, এটি আরও বাড়াতে আন্তরিক আমরা। এ দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পর্ক কাজে লাগবে। এখন অর্থনৈতিক এ সম্পর্কের সুফলই আসবে কেবল।

 


মন্তব্য