kalerkantho


রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৬ ২২:০৬রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর আত্মহত্যা

রাজধানীর ওয়ারীতে শাপলা (২২) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত শাপলা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

ওয়ারী থানার ওসি (তদন্ত) আলিম হোসেন সিকদার জানান, ভজহরি সাহা স্ট্রিটের ২৭/১ নম্বর বাসার ষষ্ঠ তলায় একটি মেয়ে দীর্ঘক্ষণ ধরে বাথরুমে ঢুকে দরজা খুলছে না— এমন খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, শাপলা ইডেন কলেজের শিক্ষার্থী ছিল। তারা তিনজন মেস করে ওই বাসায় থাকতেন। তবে সে কোন বিষয় বা বর্ষের শিক্ষার্থী ছিল তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


মন্তব্য