kalerkantho


কালকিনিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ২

মাদারীপুর প্রতিনিধি   

৮ মার্চ, ২০১৬ ২০:১৭কালকিনিতে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ২

মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে ডাকাতের গুলিতে স্বপন কাজী নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটক নাসির উদ্দিন কালকিনির কানুরগাও এলাকার জালাল শিকদারের ছেলে এবং রতন দক্ষিণ বাশগাড়ীর দেলোয়ার বেপারীর ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে ডাকাতি ও নিহতের ঘটনায় নাসির উদ্দিন শিকদার ও রতন বেপারী নামে দুই ব্যক্তিকে আজ মঙ্গলবার সকালে একই উপজেলার খাশেরহাট বাজার থেকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।


মন্তব্য