kalerkantho


ঝড়ে কেরাণীগঞ্জে এক শিশু নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৬ মার্চ, ২০১৬ ২২:৫০ঝড়ে কেরাণীগঞ্জে এক শিশু নিহত

দক্ষিণ কেরাণীগঞ্জে ঝড়ের সময় তিনতলা ঘরের টিন উপড়ে পড়ে রিয়ামনি (৯) নামে এক শিশু নিহত হয়েছে; আহত হয় অন্তত আটজন।
রবিবার সন্ধ্যায় ঈমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি মুনিরুল ইসলাম জানান।
নিহত রিয়ামনি ওই এলাকার বাসিন্দা। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় তিন তলাবিশিষ্ট মাসুদ কলোনির উপরের টিনের ছাউনি উপড়ে যায়। সেসময় ওই টিনের আঘাতে মারা যায় রিয়ামনি।


মন্তব্য