kalerkantho


তিন কীর্তিমতীকে স্কয়ার গ্রুপের সম্মাননা

কালের কণ্ঠ অনলাইন   

৫ মার্চ, ২০১৬ ০১:১১তিন কীর্তিমতীকে স্কয়ার গ্রুপের সম্মাননা

আয়শা সিদ্দিকা

নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের জন্য তিনজন নারীকে 'রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১৫' দিয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল রাজধানীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

সাংবাদিকতা, হিতৈষী ও উদ্যোক্তা-এই তিন ক্যাটাগরিতে তাঁদের সম্মাননা দেওয়া হয়। অনুসন্ধানী প্রতিবেদন লেখায় কালের কণ্ঠ'র মাদারীপুর প্রতিনিধি আয়শা সিদ্দিকা পেয়েছেন ২০১৫ সালের কীর্তিমতী সাংবাদিক সম্মাননা, স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণে নিরলস কাজ করায় শব্দসৈনিক চট্টগ্রামের বেগম মুশতারী শফী পেয়েছেন কীর্তিমতী হিতৈষী সম্মাননা এবং কারুশিল্পের বাণিজ্যিক প্রসারের মাধ্যমে শিক্ষাবঞ্চিত ও পিছিয়ে পড়া পাঁচ শতাধিক নারীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ঠাকুরগাঁওয়ের কারুপণ্যের স্বত্বাধিকারী চন্দনা ঘোষকে দেওয়া হয় কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা। সম্মাননা হিসেবে প্রত্যেকের হাতে এক লাখ টাকা ও একটি ক্রেস্ট তুলে দেন সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বেসরকারি সংস্থা বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ ও মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।


মন্তব্য