kalerkantho


শুধু অর্থনৈতিক বিকাশ নয়, জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব : মুহিত

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৬ ১৭:২১শুধু অর্থনৈতিক বিকাশ নয়, জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব : মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'জাতীয় অগ্রগতি শুধু অর্থনৈতিক বিকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, জ্ঞানের বিকাশ দিয়েও উন্নয়ন সম্ভব। ' শুক্রবার সকাল সাড়ে ১১টায় লৌহজং উপজেলার কনকসারে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন কার্যালয়ে 'বঙ্গীয় গ্রন্থ জাদুঘর'-এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী মুহিত বলেন, 'জ্ঞান আহরণের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। '

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহু-উল-আলম লেনিন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জেলা সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফজলে আজীম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হালিম হোসেন ও লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার।

পরে অতিথিরা জাদুঘরে প্রদর্শীত বই পুস্তক ঘুরে দেখেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বেতারের শিল্পীরা গান পরিবেশন করেন।

এ ছাড়া মন্ত্রী অগ্রসর বিক্রমপুরের কেন্দ্রীয় কার্যালয় ও আব্দুল জব্বার মুক্তমঞ্চেরও উদ্বোধন করেন।


মন্তব্য