kalerkantho

মঙ্গলবার । ২৪ জানুয়ারি ২০১৭ । ১১ মাঘ ১৪২৩। ২৫ রবিউস সানি ১৪৩৮।


ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুটি খালি ট্রাংক উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৭:২৬ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুটি খালি ট্রাংক উদ্ধার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি পুকুর থেকে দুটি ভাসমান খালি ট্রাংক উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী কড়ইতলা গ্রাম থেকে ট্রাংক দুটি উদ্ধার করা হয়।


পুলিশের ধারনা, কালিয়াকৈর উপজেলায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য আনা কোটি টাকা বোঝাই যে দুটি ট্রাংক লুট হয় উদ্ধার হওয়া সেই দুটি ট্রাংক হতে পারে।
উল্লেখ্য, বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথের জন্য আনা কোটি টাকা বোঝাই দুটি ট্রাংক লুট করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে আছিমের বাঁশদীর কড়ইতলা গ্রামের হাফেজ ইউসুফ আলী নামাজ পড়তে যাওয়ার সময় ওই পুকুরে দুটি বস্তু ভাসমান অবস্থায় দেখে গ্রামবাসীকে জানায়। পরে খবর পেয়ে এ এস আই মোর্শেদ আলম পুকুর থেকে ট্রাংক দুটি উদ্ধার করে।


মন্তব্য