kalerkantho


রাজধানীতে বিষপানে আত্মহত্যা

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৬ ১৪:৫৬রাজধানীতে বিষপানে আত্মহত্যা

রাজধানীর তেজগাঁও থানাধীন লুকাসের মোড় এলাকায় নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর বনোগ্রাম এলাকায়।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে ওই এলাকায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 


মন্তব্য