kalerkantho


এটিএম জালিয়াতিতে প্রায় ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৬ ১৪:১০এটিএম জালিয়াতিতে প্রায় ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

এটিএম জালিয়াতির ঘটনায় বাংলাদেশের প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এটিএম জালিয়াতির ঘটনায় আটক পিটার সেজেফান মাজুরেকসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে হয়ে আসে বলে জানান ডিএমপির অতিরিক্ত এ কমিশনার। এ ছাড়া এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের ছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

জালিয়াতির ঘটনায় জড়িতদের মধ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ব্যাংক কর্মকর্তা রয়েছেন। জিজ্ঞাসাবাদে এটিএম বুথের চেয়ে পস মেশিনের মাধ্যমে বিভিন্ন সুপার শপ থেকে তারা বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান ডিএমপির এ কমিশনার।

 


মন্তব্য