kalerkantho


কাঁঠাল ... হাজারো স্মৃতির আধার

কালের কণ্ঠ অনলাইন   

৯ মার্চ, ২০১৮ ১১:১৮কাঁঠাল ... হাজারো স্মৃতির আধার

কাঁঠাল। আমার বয়েসী বাঙালির শৈশব, কৈশর, যৌবনের প্রিয়তর ফল, হাজারো স্মৃতির আধার।

সাধারণ মানুষের দুর্ণিবার ভালবাসায় এই ফল অর্জন করেছিল "জাতীয় ফল"র মর্যাদা। আমাদের পুরোন ডাক টিকিটেও ঠাঁই করে নিয়েছিল কাঁঠাল। কারও বাড়িতে ভালো জাতের কাঁঠাল গাছ থাকাটাও ছিল বাড়তি অহংকারের বিষয়।

আজ সবই ইতিহাস। নতুন প্রজন্মের আধুনিক বাঙালী(!) এখন অনন্য পুষ্টিগুনের অধিকারী এ ফলের দিকে ফিরেও তাকায় না। 
কাঁঠালের কদর এখন সর্বনিম্নে। অদ্ভুত এই জাতি তার যা কিছু ভালো এক এক করে সব বিসর্জন দিচ্ছে।

সাইফুদ্দিন আহমেদ নান্নুর ফেসবুক থেকেমন্তব্য