kalerkantho


সাবাতানি বেঁচে ছিলেন, এটাই ভুলে গিয়েছিলাম

কালের কণ্ঠ অনলাইন   

১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৫২সাবাতানি বেঁচে ছিলেন, এটাই ভুলে গিয়েছিলাম

সাবাতানি বেঁচে ছিলেন, এটাই ভুলে গিয়েছিলাম। অনেকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন। তাই তার মৃত্যু তেমন ধাক্কা হয়ে আসেনি। তবে খুলে দিয়েছে স্মৃতির জানালা। 

স্বাধীনতার পর বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের প্রসার ঘটে। তবে পুরোটাই ছিল পুরুষ শিল্পীদের ঘিড়ে। আশির দশকে রীতিমত ঝড় তুলে আসেন সাবাতানি। 

আমার কখনোই তার গান খুব ভালো লাগতো না। তবে একটা কথা মানতেই হবে, সাবাতানি ছিলেন সময়ের অনেক আগে জন্ম নেয়া শিল্পী। তার গান ছিল যতটা না শোনার তারচেয়ে বেশি দেখার। তার গায়কী, গান পরিবেশনার স্টাইল ছিল অনন্য। 
যখন অনেকেই তার মত গাইতে শুরু করলেন, তখনই তিনি হারিয়ে গেলেন। শুধু আমাদের সময়ের নয়, বয়সেও আমার সমান। 

এই বয়সের একজন মানুষের মৃত্যু এমনিতেই চমকে দেয়। কিন্তু সাবাতানির মত একজন একদা জনপ্রিয় শিল্পীর মরদেহ যখন একা বাসার বাথরুমে পড়ে থাকে, তখন বুঝি নিঃসঙ্গতার চেয়ে বড় কোনো শত্রু নেই।

সাংবাদিক প্রভাষ আমিনের ফেসবুক থেকেমন্তব্য