kalerkantho

অমর বাণী

১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০দুশ্চিন্তা আগুনটা শীতের আগুনের মতো উপাদেয় যদি সেটা পাশে থাকে, কিন্তু নিজের গায়ে না লাগে।  

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

শিশুই হচ্ছে ভবিষ্যতের পিতা। 

—উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ

 

যে পরিপূর্ণভাবে ঘুমাতে পারে, তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে।

     —জোসেফ এডওয়ার্ড

 

শুধু সুন্দর পালক হলেই পাখি হয় না।

—ঈশপ

 

যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।

—জন এন্ডারসন

 

আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই।

     —সুইফট

 

অনুমান করা খুবই কঠিন, বিশেষত যখন সেটা ভবিষ্যতের ক্ষেত্রে হয়।

     —নিলস বোর

 

যারা চাহিদাকে বাস্তবতার নিরিখে নির্ধারণ করে এবং যারা তাদের চাহিদার নিরিখে বাস্তবতা নির্ধারণ করতে চায়, তাদের মাঝে রয়েছে বিস্তর ফারাক।

     —হেনরি কিসিঞ্জার

 

যে ব্যক্তি যুক্তি বোঝে না, সে ব্যক্তি শুধু তার অনুরাগকে সঙ্গে নিয়ে চলে। —সিসেরো

 

সৌন্দর্যে খুঁত না থাকাটাই খুঁত।

হ্যাভলক এলিস

 

দুনিয়ার সেরা সম্পদ হচ্ছে সময়, এর জন্য কোনো সময় লাগে না।  

—স্টিভ জবস

 

এমনভাবে জীবন যাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।   

—শেখ সাদী

 মন্তব্য