kalerkantho

অমর বাণী

২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয়। 

—রবীন্দ্রনাথ ঠাকুর

 

সুনীতি শিক্ষা, সে তো ধর্মীয় শিক্ষার অঙ্গ।   

—রোমাঁ রোলাঁ

 

লাভ ছাড়া কেউ তুলাও বয় না।

—প্রবাদ

 

আসতে দেখা বিপদ অর্ধেক এড়ানো যায়।    

—টমাস ফুলার

 

দাসত্ব যদি অন্যায় না হয়, তাহলে পৃথিবীতে অন্যায় বলে কিছু নেই।

     —আব্রাহাম লিংকন

 

তোমাকে সব সময়ই এমন লোক খুঁজতে হবে, যারা দায়িত্বশীল এবং তোমার কী দায়িত্ব সে সম্পর্কে তোমার চেয়ে ভালো জানে।

—এমারসন

 

পরিবার হচ্ছে অতীতের সঙ্গে সেতুবন্ধ, ভবিষ্যতের সোপান।   

অ্যালেক্স হেলি

 

বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না, সে-ই যথার্থ বুদ্ধিমান।

—জর্জ উইলকিন্স

 

সুন্দরী নারী হচ্ছে সেই চিত্রের মতো, যা প্রত্যেক দর্শককে মুগ্ধ, চমত্কৃত ও পাগল করে তোলে।

—এমারসন

 

একটি দেশের পুনরুজ্জীবনের জন্য বিশেষ কিছুর দরকার হয় না, শুধু দরকার হয় কিছুসংখ্যক সুমাতার। 

—নেপোলিয়ন

 

তুমি একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তার কথা ঠিকমতো বুঝতে পারছ।

—বেকনমন্তব্য