kalerkantho

ব্যক্তিত্ব

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ব্যক্তিত্ব

হার্বার্ট জর্জ ওয়েলস

এইচ জি ওয়েলস লেখক, শিক্ষক ও ইতিহাসবিদ। কল্পবিজ্ঞানভিত্তিক উপন্যাস ও গল্পের জন্য তিনি সারা বিশ্বেই পরিচিত। জুলভার্নের মতো তাঁকেও অনেকে ‘কল্পবিজ্ঞানের জনক’ মনে করেন। জন্ম ১৮৬৬ সালের ২১ সেপ্টেম্বর ইংল্যান্ডে। পুরো নাম হারবার্ট জর্জ ওয়েলস। বাবা জোসেফ ওয়েলস ছিলেন পেশাদার ক্রিকেটার। মা সারাহ নীল। তরুণ বয়সে ওয়েলস দুর্ঘটনায় পড়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। তখন সময় কাটাতে গিয়ে প্রথমে বই পড়ায় এবং একসময় লেখালেখিতে উৎসাহী হন। নিজের উচ্চশিক্ষার বিষয় হিসাবরক্ষণ বিদ্যার চেয়েও বেশি আগ্রহ ছিল জীববিজ্ঞানে। লন্ডনের রয়েল কলেজ অব সায়েন্স ও ইউনিভার্সিটি অব লন্ডনে পড়েছেন। এরপর তিনি লেখালেখিতেই আত্মনিয়োগ করেন। তাঁর রাজনৈতিক দর্শন ছিল সমাজতান্ত্রিক। শান্তিবাদী দৃষ্টিভঙ্গির প্রতি সহানুভূতিশীল হলেও তিনি প্রথম বিশ্বযুদ্ধ সমর্থন করেন। তাঁর মধ্যপর্বের (১৯০০-১৯২০) রচনাগুলোয় কল্পবিজ্ঞানের উপাদান কম। এগুলোয় বরং মূর্ত হয়েছে নিম্নমধ্যবিত্ত সমাজজীবন (দ্য হিস্ট্রি অব মি. পলি) ও নারী অধিকারসহ (অ্যান ভেরোনিকা) নানা বিষয়। কল্পবিজ্ঞানভিত্তিক ধারার উপন্যাসের মধ্যে রয়েছে ‘টাইম মেশিন’ (১৮৯৫), ‘ইনভিজিবলম্যান’ (১৮৯৭), ‘দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’ (১৮৯৮) প্রভৃতি। টাইম মেশিন লন্ডন থেকে প্রকাশিত হওয়ার প্রায় ১০০ বছর পর ১৯৯৬ সালে চিত্রায়িত হয়। ১৯০৩ থেকে ১৯০৮ সাল পর্যন্ত তিনি ফেবিয়ান সোসাইটির সদস্য ছিলেন। ১৯৩৬ সালে ইউনিভার্সিটি অব লন্ডন তাঁকে ডক্টরেট অব লিটারেচার সম্মানে ভূষিত করে। ১৯৪৬ সালের ১৩ আগস্ট এইচ জি ওয়েলস লন্ডনে মারা যান।

[উইকিপিডিয়া অবলম্বনে]মন্তব্য