kalerkantho


সত্য ও নিরপেক্ষতা প্রত্যাশা করি

১২ জানুয়ারি, ২০১৯ ০০:০০কালের কণ্ঠ’র দশম বর্ষে পদার্পণকে অভিনন্দন জানাই। এর আগামী দিনের পথচলা নির্ভেজাল, নির্ঝঞ্ঝাট ও সুন্দর হোক। পত্রিকাটির প্রতিদিনের প্রতিটি বিভাগ যেভাবে সাজানো হয়েছে, তা অবশ্যই আকর্ষণীয়। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে পরিবারের সবার পড়ার মতো অত্যন্ত মার্জিত একটি পত্রিকা। প্রত্রিকাটির ত্রুটি ধরতে গিয়ে সত্যিই আমি ব্যর্থ হলাম। খুব অল্প সময়ে পত্রিকাটি অনেক সুনাম অর্জন করেছে। আগামী দিনে আরো আকর্ষণীয়ভাবে আমাদের সামনে উপস্থিত হবে এবং দেশের প্রথম শীর্ষস্থান দখল করবে—এই আমার একান্ত প্রত্যাশা। পাঠক বৃদ্ধিতে সহায়ক আরো তথ্যনির্ভর সংবাদসহ দেশের শীর্ষস্থান দখলকারী পত্রিকার মতো ধর্মীয় আত্মশুদ্ধি ও ন্যায়পরায়ণ মানবতার সহায়ক লেখার আরো বেশি উপস্থিতি থাকলে ভালো হয়। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তিভিত্তিক অগ্রগতির সর্বশেষ অবস্থান সম্পর্কিত খবরের উপস্থিতি প্রশংসনীয়। শুভ ও নিষ্কণ্টক হোক ভবিষ্যৎ। পাঠক ও লেখক হিসেবে পত্রিকাটির সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। শুভ ও মঙ্গলময় হোক পত্রিকাটির ভবিষ্যৎ।

মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া

লাকসাম, কুমিল্লা।মন্তব্য