kalerkantho


শহরে থাকলেই মিলবে টাকা!

মাসুদ রানা আশিক   

৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০
শহরে থাকলেই মিলবে টাকা!

আজ আপনাদের শোনাব এমনই এক শহরের গল্প, যে শহরে এসে বসবাস শুরু করলেই পাবেন টাকা। টাকার অঙ্কটাও নেহাত কম নয়। ৭০ হাজার ডলার। সুইজারল্যান্ডের সবুজ পাহাড়ের কোলের এই শহরের নাম আলবিনেন। চারদিকে পাহাড়ে ঘেরা মনোরম শহরটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ২৬৫ ফুট উচ্চতায়। এখানকার মূল সমস্যা হলো, জনবসতি কম। মাত্র ২৪০ জন লোকের বাস আলবিনেনে। এখানকার বেশির ভাগ বাড়িই তাই ফাঁকা। বলা চলে, প্রায় ভূতুড়ে অবস্থা বিরাজ করছে। একমাত্র স্কুলটিও বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্র-ছাত্রীর অভাবে। কিন্তু মানুষ না থাকলে তো শহরই শেষ হয়ে যাবে। আর শহরটির অপমৃত্যু ঠেকাতেই আলবিনেন নগর কর্তৃপক্ষ এক লোভনীয় প্রস্তাব রেখেছে। পৌরসভার প্রধান বিট জোস্ট জানিয়েছেন, ৪৫ বছরের কম বয়স্ক যেকোনো ব্যক্তি এই শহরে থাকতে পারবেন, এখানকার ফাঁকা বাড়িতে বসতি গড়তে পারবেন কিংবা নতুন জমি কিনে বাড়িও বানাতে পারবেন। বিনিময়ে সেই পরিবারকে দেওয়া হবে ৭০ হাজার ডলার। তবে একটা শর্ত আছে, যে পরিবার এই প্রস্তাব গ্রহণ করবে তারা ১০ বছরের মধ্যে আলবিনেন ছাড়তে পারবে না।

 মন্তব্য