জাপানের নাগাসাকির কোনাগাইয়ের বাসস্টপগুলো নিজেদের একটু আলাদা দাবি করতেই পারে। এখানে ফলের মতো বাসস্টপের দেখা পাবেন আপনি। একটি-দুটি নয়, পাঁচ ধরনের ফলের আকৃতির বাসস্টপ পাবেন এখানে। তরমুজ, স্ট্রবেরি, কমলা, মাস্কম্যালন (আরেক জাতের তরমুজ) ও টমেটোর মতো দেখতে মোট ষোলোটি বাসস্টপ আছে। ১৯৯০ সালে পর্যটন মেলা চলাকালে পর্যটকদের আকৃষ্ট করতে এই অদ্ভুত বাসস্টপগুলো বানানো হয়। পঁচিশ বছর পরও বাসস্টপগুলো এখনো কার্যকর। আর এগুলোর কারণে শহরটি পর্যটকও টানে বেশি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের