kalerkantho

সাড়া জাগানো ভুল

ডাকাতের ভুল

ভুলের মাত্রা মাঝেমধ্যে এতই বেড়ে যায় যে ঘটনা উঠে যায় ইতিহাসের পাতায়। এমন কিছু মহাভুল নিয়েই এই আয়োজন। লিখেছেন ধ্রুব নীল

১২ মার্চ, ২০১৭ ০০:০০ডাকাতের ভুল

►    ফ্লোরিডার ডেল রে বিচের একটি ব্যাংকে ঢুকল এক ডাকাত। ক্যাশিয়ারের সামনে গিয়ে ভুলভাল ইংরেজিতে লেখা একটা নোট দিল। নোটে বোমা বোঝাতে গিয়ে সে ভুল করে লিখে দিল বাম, স্থানীয় ভাষায় বাম মানে পশ্চােদশ। তো তার নোটের পুরো মানে দাঁড়াল এমন—আমার কাছে একটা বড় পশ্চােদশ আছে, যা ফাটলে তোমরা আকাশে উঠে যাবে। নোটটা পড়ে ব্যাংকের লোকজন এতটাই হাসিতে ফেটে পড়ল যে বেচারা ডাকাত লজ্জা পেয়ে চলেই গেল।

►    নেভাদার রেনো শহরের একটি গ্যারেজে ডাকাতি করা শেষে গ্যারেজ মালিকের অনুরোধে বন্দুকধারী তাকে একটা ফোন করার অনুমতি দিল। গ্যারেজ মালিক সে ফোনটা দিলেন পুলিশকেই!

►   ডেনমার্কের মুনকেবো শহরের ঘটনা। ব্যাংকে ঢুকে ভল্ট ভাঙার জন্য ডাকাতরা বোমা বসাল। বিস্ফোরক এত বেশি ছিল যে গোটা ভবনই ধসে পড়ল। ধ্বংসস্তূপের ভেতর হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে ডাকাতরা দেখল, আসল ভল্টটাই রয়ে গেছে অক্ষত।মন্তব্য