kalerkantho

সাড়া জাগানো ভুল

ইউরিন টেস্ট

ভুলের মাত্রা মাঝেমধ্যে এতই বেড়ে যায় যে ঘটনা উঠে যায় ইতিহাসের পাতায়। এমন কিছু মহাভুল নিয়েই এই আয়োজন। লিখেছেন ধ্রুব নীল

৫ মার্চ, ২০১৭ ০০:০০ইউরিন টেস্ট

তখনো দুই জার্মানি এক হয়নি। পশ্চিম জার্মানির নুরেমবার্গের এক সৈনিকের গল্প এটা। সেনাবাহিনীতে থাকার মোটেও ইচ্ছা ছিল না পিটার লেনজের। কোনোভাবে নিজেকে আনফিট প্রমাণ করতে পারলেই মিলবে মুক্তি। কিন্তু চোখে পড়ার মতো কোনো সমস্যা তার নেই। মাথায় এলো, কোনোভাবে শরীরের ভেতরে একটা সমস্যা দেখাতে পারলেই কাজ হবে। এদিকে তার বান্ধবীর আবার ডায়াবেটিস। বুদ্ধিটা এলো তার কথা ভেবেই। পিটার গেল তার বান্ধবীর কাছে। নিয়ে এলো তার ইউরিন। নিজের নামে ওটা জমা দিয়ে জানাল, তার ডায়াবেটিস থাকতে পারে। যথারীতি পরীক্ষার পর পিটারের কাছে চিঠি গেল সেনা দপ্তর থেকে। হাসিমুখে চিঠি খুলে পড়তেই বিচিত্র এক অনুভূতি হলো পিটারের। চিঠিতে একটাই বাক্য লেখা, ‘আপনার ডায়াবেটিস আছে, এমনটা হলে আমরা হয়তো বিশ্বাস করতাম। কিন্তু আপনি গর্ভবতী, এটা আমরা মানতে পারছি না।’ একদিকে সেনাবাহিনীতে থেকে যাওয়া ও শাস্তির মুখে পড়ার ভয়, অন্যদিকে বাবা হওয়ার আনন্দ—মিশ্র অনুভূতিটা কেমন সেটা শুধু পিটারই বলতে পারবেন।

 মন্তব্য