kalerkantho


কাজল কালো আইয়াম চিমানি

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০
কাজল কালো

আইয়াম চিমানি

আজ বলব, এক কালো মুরগির গল্প। শুধু দেখতেই নয়, এর হাড় থেকে শুরু করে দেহের ভেতরের অংশ, যেমন মাংস, ফুসফুস ও অন্য অঙ্গগুলো কালো।

ইন্দোনেশিয়ায় বাস করা আয়াম চিমানি বংশগতভাবে শরীরে ধারণ করে প্রচুর মেলানিন। এ অবস্থাকে বলা হয় ‘ফাইব্রোমেলানোসিস’। অতিরিক্ত মেলানিনের উপস্থিতির কারণেই মাথা থেকে পায়ের নিচ ও শরীরের ভেতরটা—সব কিছু কালচে হয়ে যায় এর। এই প্রক্রিয়া শুরু হয় ভ্রূণ থাকা অবস্থায়ই। কালো বিড়ালকে অনেকে অশুভ মনে করলে এই কালো মুরগির বেলায় ঘটেছে উল্টোটা। স্থানীয় অধিবাসীরা বিশ্বাস করে, এটি মানুষের সৌভাগ্য নিয়ে আসে। সাহিত্যকেও প্রভাবিত করেছে আইয়াম চিমানি। ১২ শতক থেকে শুরু করে পরবর্তী সময়ে জাভায় অনেক অনেক লোকগাথা আর গান লেখা হয়েছে এই আইয়াম চিমানিকে ঘিরে।   

সাদিয়া ইসলাম বৃষ্টিমন্তব্য