kalerkantho


তুর্কমেনিস্তানের খোলা বই

১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০তুর্কমেনিস্তানের খোলা বই

ভবনটা বানানো হয় ২০০৬ সালে। দেশটিতে তখন প্রেসিডেন্ট সাপারমুরাত নিয়াজভের একনায়কতন্ত্র চলছিল। তাঁর প্রশাসনেরই হঠাৎ খেয়াল হলো, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলোকে নিয়ে আসতে হবে এক ছাদের তলায়। আর ভবনের নকশাটাও এমন হতে হবে যেন লোকে ভবন দেখেই বুঝতে পারে, দেশটির গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করছে। যদিও ভেতরে ভেতরে মিডিয়ার ওপর খড়গহস্ত হওয়ার জন্য যথেষ্ট দুর্নাম ছিল নিয়াজভ সরকারের। এমনকি ইন্টারনেট, টিভি, রেডিও—সব কিছুর ওপরই ছিল তার কড়া নজরদারি। সম্ভবত এ দুর্নাম ঘোচানোর জন্যই নিয়াজভের মাথায় অদ্ভুত কিন্তু দৃষ্টিনন্দন ভবনের ধারণাটি আসে। আবার তিনি চাইছিলেন তাঁর অনুগত সাংবাদিকরাও যেন রাজধানী আশগাবাতের আরামদায়ক ঈর্ষণীয় ভবনে বসে কাজ করার সুযোগ পায়। আর তাই পুরো ভবনটিকে বানানো হয় একটি খোলা বইয়ের আদলে। খরচও করেছিলেন উদারহস্তে। পুরো ভবনে লেগেছিল এক কোটি ৭০ লাখ ডলার।

 

ধ্রুব নীলমন্তব্য