kalerkantho

মাছ দালান

সাদিয়া ইসলাম বৃষ্টি

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মাছ দালান

মাছ নিয়ে তো কাজ করে অনেকেই। বলতে গেলে প্রতিটি দেশেই থাকে মত্স্য বিভাগসহ এ বিষয়ে কাজ করার জন্য নানা সংস্থা। এমনই এক সংস্থা ভারতের হায়দরাবাদে অবস্থিত ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড (এনএফডিবি)।

এনএফডিবির কাজ বিভিন্ন এজেন্সির ভেতরে যোগাযোগ স্থাপন ও অংশীদারদের জন্য সুযোগ তৈরি করা। তবে এনএফডিবি অন্য একটি  কারণে বেশ পরিচিত। তা হলো, এর প্রধান ভবনটি দেখতে হুবহু বিশাল এক মাছের মতো।

২০১২ সালে কাজ শেষ হওয়া ভবনটির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে ফ্রাংক গ্যারির ‘এল পেইস’ নামের মাছের ভাস্কর্যটি। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকের সময় বানানো হয় স্ট্যাচুটি।

          মন্তব্য