kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।

উত্তর

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ 

রহস্যজট

ক্রাইম সিন

খুন হওয়া গার্ড লম্বা-চওড়া আর ওই কিশোর বেঁটে মতো। গুলিটা কণ্ঠনালি দিয়ে ঢুকে ঘাড় দিয়ে বের হয়েছে।

তার মানে গুলি চালানো হয়েছে সমান্তরালে। ভিকটিমের সমান উচ্চতা বা তার চেয়েও লম্বা কেউ হবে খুনি।

আর প্রথম গার্ডই খুনি। তার সঙ্গেই হ্যান্ডশেক করেছে রুমি। এরপর নাক চুলকাতে গিয়ে বারুদের গন্ধ পেয়েছে। গুলি চালানোর পর খুনির হাতে বারুদের সামান্য গন্ধ থেকে যায়। সেটাই পরে রুমির হাতে এসেছে।

আর এখানে গার্ড বা স্থানীয় কেউ একজন খুন করেছে—এটা নিশ্চিত হয়েছে, কারণ ৫-১০ সেকেন্ডের মধ্যে ১০০ মিটার দৌড়ে পালানো সম্ভব না। খুনিকে দুই পাশের কোনো একটি বাড়িতে ঢুকতেই হয়েছে।


মন্তব্য