kalerkantho

বুধবার । ৭ ডিসেম্বর ২০১৬। ২৩ অগ্রহায়ণ ১৪২৩। ৬ রবিউল আউয়াল ১৪৩৮।


প্রকৃতির বিস্ময়

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০প্রকৃতির বিস্ময়

দেখে যে কারো মনে হবে, পাথর খুদে সযত্নে কোনো মানুষের মুখ গড়েছেন এক শিল্পী। কিন্তু অবিশ্বাস্য হলেও এই শিল্পকর্মের পেছনে কোনো মানুষের হাত নেই।

প্রাকৃতিকভাবেই পাথরটা দেখতে এমন। এর দেখা পেতে হলে আপনাকে যেতে হবে আমেরিকার আলাস্কায়। সেখানকার রেংগেল-পিটার্সবার্গ কেনসাস এলাকায় আছে পাথরটি।


মন্তব্য