kalerkantho


রেকর্ড বুক

দীর্ঘতম বিড়াল

জুবায়ের হোসেন   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০দীর্ঘতম বিড়াল

যুক্তরাজ্যের সাউথ ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে পৃথিবীর দীর্ঘতম গৃহপালিত বিড়ালের বাস। কত দৈর্ঘ্য তার? প্রায় চার ফুট (৪৬.৫ ইঞ্চি)। এখনো বেড়ে চলেছে লুডো নামের বিড়ালটি! সতেরো বছর বয়সী এই বিড়ালের ওজন ২৪ দশমিক ৫ পাউন্ড।

লুডো যে জাতের বিড়াল, এমনিতেই ‘ভদ্র দৈত্য’ নামে তার পরিচিত। আর লুডো একটু বেশিই বড়। তার মালিক কেসলি গিল জানালেন, ‘লুডো বড়সড় হলেও শান্ত ও বন্ধুসুলভ। যখন আমরা ওকে কিনে এনেছিলাম, সে আর দশটা বিড়ালের মতোই ছিল। কিন্তু মাস কয়েক যেতেই অস্বাভাবিকভাবে বাড়তে লাগল।’ আমেরিকার মেইন অঙ্গরাজ্যে সাধারণত এই প্রজাতির বিড়ালদের বেশি দেখা যায় বলে তাদের ডাকা হয় ‘মেইন কুন’ নামে। লুডো ছাড়া আরো দুটি মেইন কুন বিড়াল পালে গিল পরিবার। এর আগের সবচেয়ে দীর্ঘ বিড়ালের বিশ্বরেকর্ড যে বিড়ালটির দখলে ছিল, সে-ও মেইন কুন জাতের। মারা যাওয়ার আগে স্টুয়ি নামের বিড়ালটির দৈর্ঘ্য ছিল সাড়ে ৪৮ ইঞ্চি।


মন্তব্য