kalerkantho


গোয়েন্দা শাইলক ফক্স

২০ মার্চ, ২০১৬ ০০:০০গোয়েন্দা শাইলক ফক্স

কাউন্ট ওয়্যার্ডলি গোয়েন্দা শাইলক এবং ইঁদুর ম্যাক্সকে ঘুমপাড়ানি ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তবে ঘুমে ঢলে পড়ার আগে বলেছে, জেগে উঠে দুজন ডেড সি-তে ডুবন্ত একটা নৌকায় নিজেদের আবিষ্কার করবে। কিন্তু ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শাইলক আবিষ্কার করল, তারা ডেড সি-তে নেই। কী প্রমাণ শাইলকের এই বক্তব্য সমর্থন করে?


মন্তব্য