kalerkantho


রেকর্ড বুক

সবচেয়ে সরু বাণিজ্যিক দালান

৬ মার্চ, ২০১৬ ০০:০০সবচেয়ে সরু বাণিজ্যিক দালান

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার শহরের ওয়েস্ট পেন্ডার স্ট্রিটে আছে এই ভবন। গিনেস বুকে নাম লেখানো ছয় ফুট চওড়া এ বাড়ির নাম স্যাম কি বিল্ডিং।

বাড়িটির আদি মালিক ছিলেন চ্যাং তয়ি। খুবই সফল এই চীনা ব্যবসায়ী নিজের জাতভাইদের কাছে স্যাম কি নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯০২ সালে তিনি ক্যারেল অ্যান্ড পেন্ডার স্ট্রিটের এক কোনায় এক টুকরো জমি কেনেন। ১৯১২ সালে হঠাৎই সরকারি সিদ্ধান্তে রাস্তা চওড়া করা হয়, কমে যায় জমির জায়গা। এ সিদ্ধান্তের প্রতিবাদ করেও যখন প্রাপ্যটুকু পেলেন না, তখন অন্য রকম এক প্রতিবাদ হিসেবে ওই সরু জায়গার ওপরই দোতলা একটি বাড়ি বানিয়ে ফেলেন স্যাম। এ কাজে ব্রাউন ও গিলাম নামের দুজন স্থপতি নিয়োগ করেন স্যাম। প্রথমবার দেখলে যে কারো নজর এড়িয়ে যেতে পারে।  বাড়িটি এতটাই সরু যে দেখলে মনে হয়, পেছনের বাড়িটার সামনের অংশ। বাড়ির নিচতলা মাত্র চার ফুট ১১ ইঞ্চি। জানালা বসানোর কারণে দোতলার প্রস্থ খানিকটা বেড়েছে বটে, তা-ও ছয় ফুটের বেশি নয়। এখন পুরোপুরি এক বাণিজ্যিক ভবন হলেও একসময় এর ওপরতলাটা ছিল বাসা। বাড়ির বেসমেন্ট অবশ্য পাশের ফুটপাতের নিচে পর্যন্ত ছড়ানো, তাতে চীনাদের জন্য পাবলিক বাথরুম আর সেলুন রয়েছে। সবচেয়ে সরু ভবন হিসেবে খ্যাতি পাওয়া এ বাড়ি দুবার সংস্কার করা হয়। প্রথমবার ১৯৬৬ সালে আর দ্বিতীয়বার ১৯৮৬ সালে। বর্তমানে এ বাড়ির মালিক জ্যাক চাও নামের এক নামি চীনা ব্যবসায়ী। শুধু স্থাপত্য আর ঐতিহাসিক কারণেই নয়, কানাডায় বসবাসকারী চীনাদের উন্নয়ন আর ঐতিহ্যের স্মারক হিসেবেও চীনাদের কাছে এ বাড়ির গুরুত্ব অনেক বেশি।

ফাহমিদা হক


মন্তব্য