kalerkantho

এস এম সুলতান স্মরণে পটচিত্র কর্মশালা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মার্চ, ২০১৯ ১৭:৫৯ | পড়া যাবে ১ মিনিটেএস এম সুলতান স্মরণে পটচিত্র কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগামী ২২ থেকে ২৪ মার্চ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মরণে পটচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। এস এম সুলতান রিসার্চ সেন্টার (SMSRC) এর আয়োজনে এই পটচিত্র কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন পটচিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস।  

আগামী ২২ মার্চ সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালাটি চলবে ২৪ মার্চ রাত ৮টা পর্যন্ত। তিন দিনের এই কর্মশালায় থাকছে পটচিত্রবিষয়ক আলোচনা, ক্যানভাস ও প্রাকৃতিক রং প্রস্তুতকরণ, পটচিত্র অঙ্কন প্রশিক্ষণ, পটচিত্র প্রদর্শনী, সনদপত্র বিতরণ ও পট গান পরিবেশনা।

কর্মশালার অনুসূচিটি নিম্নরূপ :
২২ মার্চ (শুক্রবার)
সকাল ১০টা থেকে ১১টা
উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠান
সাকল ১১টা থেকে বিকেল ৪টা
কর্মশালা

২৩ মার্চ (শনিবার)
সকাল ১০টা থেকে বিকেল ৪টা
কর্মশালা

২৪ মার্চ (রবিবার)
সকাল ১০টা থেকে রাত ৮টা
পটচিত্র প্রদর্শনী
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা 
সনদপত্র প্রদান ও পট গান

বিশেষ এই আয়োজনে সকলকে সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন এর আয়োজকরা।

মন্তব্য