পুলিশের সেবায় সুস্থ হওয়ার পর তাদের গাড়ি নিয়ে পালিয়ে গেছেন এক যুবক! ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিও অঞ্চলে। পুলিশ বলছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অত্যধিক পরিমাণে মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়েছিলেন ২৫ বছর বয়সি জেরেমি ডেভিস।
খবর পেয়ে ওই যুবককে বাঁচানোর তোড়জোড় করে স্থানীয় পুলিশ বিভাগ। ওই যুবকের নাকের মধ্যে একটি স্প্রে করে সেই মাদকের প্রভাব কাটিয়ে প্রাথমিক বিপদ কাটানো হয়। তার পর ওই যুবককে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যাওয়া হয় নজরে রাখার জন্য।
কিন্তু সেই অবস্থায় আচমকা ওই ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দুই মাইল যাওয়ার পর রাস্তার ধারের একটি গাছে ধাক্কা লাগে গাড়িটি।
যদিও তাতে খুব বেশি আহত হননি ওই যুবক। তারপর রীতিমতো পায়ে হেঁটেই গা ঢাকা দেন তিনি। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য উঠেপড়ে লেগেছে ওহিও পুলিশ। জেরেমির নামে আগে থেকেই কোনো গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা, সেটাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...