র্যাম্পে হাঁটার কথা ছিল অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও ডায়ানা পেন্টির। কিন্তু ফ্যাশন শো কাঁপিয়ে দিয়েছে আগন্তুক এক অতিথি। ডিজাইনার রোহিত বালের র্যাম্পে উঠে সকলকে তাজ্জব করে দিয়েছে একটি কুকুর!
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০১৮-তে সবে র্যাম্পে হাঁটতে যাবেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু তার আগেই কুকুরটি সদর্পে উঠে ‘ক্যাটওয়াক' শুরু করে দেয় ফ্যাশন র্যাম্পে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। মজার ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সারমেয়টি প্রথমে র্যাম্পে দাঁড়িয়ে থাকা পাঁচজন মডেলের মধ্যে হঠাৎ ঢুকে পড়ে।
তারপর সব দেখে শুনে বেশ খুশিই হয়ে হয়ত, লেজ নেড়ে উচ্ছ্বাসও প্রকাশ করে। তবে উচ্ছ্বাস প্রকাশে থেমে না থেকে একটু মেজাজ বদলে র্যাম্পে হাঁটারও মনস্থির করে ফেলে। অভিনেতা সিদ্ধার্থ র্যাম্পে হাঁটতে শুরু করার ঠিক আগে সোজা মঞ্চে উঠে হাঁটতে শুরু করে দেয় কুকুরটি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...