kalerkantho


পাইথনের সঙ্গে কুস্তি (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪৯পাইথনের সঙ্গে কুস্তি (ভিডিও)

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি বিশাল পাইথনের সঙ্গে কুস্তি চলছে এক গ্রামবাসীর। শেষ পর্যন্ত সাপটিকে খাঁচায় আটকাতে সক্ষম হয় গ্রামবাসী। এক লাখেরও বেশি ভিউয়ার দেখেছে ভিডিওটি।

ঘটনাটি ইন্দোনেশিয়ার এক গ্রামের।

ভিডিওটিতে দেখা যায়, নদীর পাশে বিশ্রাম নিচ্ছে এক বিশালদেহী অজগর। গ্রামের কয়েকজন বাসিন্দা প্রাথমিকভাবে ভেবেছিল এটি বৃদ্ধ এবং দুর্বল। তাদের একজন সাপটিকে স্পর্শ করা মাত্রই তেড়ে এসে তাকে পেঁচিয়ে ধরে।

রোনাল্ড এফেন্ডি কোটো ওই গ্রামের একজন বাসিন্দা। তিনিই শট নেন ভিডিওটির। এতে দেখা যায়, একজন লোক যুদ্ধ করছেন পাইথনটির সঙ্গে। অন্যরা চেষ্টা করছিলেন তাকে সাপটির আলিঙ্গন থেকে ছাড়িয়ে মৃত্যুর হাত থেকে বাঁচাতে।

এ ঘটনায় সাপটিকে পরাস্ত করতে সাহায্য চাওয়া হয় স্থানীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। একপর্যায়ে খাঁচাবন্দি করা হয় বিশাল পাইথনটিকে। 

সূত্র : এনডিটিভি মন্তব্য