kalerkantho

প্রাণের ঝুঁকি নিয়ে একজনকে উদ্ধারের রুদ্ধশ্বাস ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৮ ১৮:১০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাণের ঝুঁকি নিয়ে একজনকে উদ্ধারের রুদ্ধশ্বাস ভিডিও

ভারী বর্ষণের ফলে পানির স্রোত বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নদী। সেই স্রোতের মধ্যে থেকে জীবন বাঁচাতে নদীর পাশে গাছের উপর উঠে পড়েছেন এক ব্যক্তি।

তাকে দেখতে পেয়ে সিনেম্যাটিক কায়দায় উদ্ধার করেছে দমকলের একটি বাহিনী। সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।

গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

অতিবর্ষণের পর ওই এলাকায় উদ্ধারের কাজ চলছিল। উদ্ধারকারীরা দেখতে পান, এক ব্যক্তি নদীর ধারে গাছের উপরে বসে আছেন। কিন্তু সেখান থেকে তাকে উদ্ধার করাটাও অতোটা সহজ ছিল না।

ফলে তাকে উদ্ধার করতে এগিয়ে আসে দমকলের কর্মীরা। এক উদ্ধারকর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করেন।

দেখুন সেই ভিডিও

মন্তব্য