kalerkantho

জ্বলন্ত ফিল্টারে পুড়ল নিজের ট্রাকটি

কালের কণ্ঠ অনলাইন   

২ ডিসেম্বর, ২০১৮ ১২:০২ | পড়া যাবে ২ মিনিটেজ্বলন্ত ফিল্টারে পুড়ল নিজের ট্রাকটি

ধূমপান শেষে সিগারেটের ফিল্টার ফেলে দেওয়ার পর তা থেকে অগ্নিকাণ্ড, এতে পুড়েছে চালকের নিজের ট্রাকটি। ঘটনাটি ঘটেছে চীনে।

সম্প্রতি চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের ঝাংঝোর একটি সড়কে ট্রাক চালাচ্ছিলেন ওই চালক। ট্রাক চালানোর সময় তিনি ধূমপান করছিলেন। একপর্যায়ে চলন্ত ট্রাক থেকে তিনি গাড়ির জানালা দিয়ে সিগারেটের জলন্ত ফিল্টারটি ছুড়ে ফেলেন বাইরে।

সাউথ চায়না মর্নিং পোস্টের মতে, চালকের ছুড়ে ফেলা সিগারেটের ফিল্টারটি গিয়ে পড়ে ট্রাকটির পেছনে। কিছুক্ষণ পরই ট্রাকটিতে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে, বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী দৌড়ে ঘটনাস্থলে আসে এবং তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তবে তার আগেই পুড়ে যায় ট্রাকটিতে থাকা জিনিসপত্র। পরে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

হতভাগ্য ওই চালকের নাম উ। তিনি স্বীকার করেন যে তিনি ধূমপান করছিলেন এবং এর ফিল্টারটি বাইরে ছুড়ে ফেলেন। তিনি আরো বলেন, সম্ভবত বাতাসের কবলে পড়ে এটি ট্রাকটির পেছনে গিয়ে পড়ে।

তদন্তকারীরা চালকের বক্তব্য গ্রহণ করেছেন এবং এটিকে স্রেফ একটি দুর্ঘটনা হিসেবে দেখছেন তারা কারণ ট্রাকটির বাকি অংশ অক্ষত রয়েছে।

আগুনে কয়েকটি প্লাস্টিকের খাঁচা এবং দুটি সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়নি। 

সূত্র : এনডিটিভি 

মন্তব্য