kalerkantho

বড়দিনের উপহার আগ্নেয়াস্ত্র

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৮ ১৭:৪০ | পড়া যাবে ২ মিনিটেবড়দিনের উপহার আগ্নেয়াস্ত্র

বড়দিনের ছুটিতে অনেকেই অনেক উপহার পেয়েছেন। চকোলেট, শ্যাম্পেন, কেক, দামি পোশাক বা নিদেনপক্ষে ফুল। কিন্তু কখনো আগ্নেয়াস্ত্র পেয়েছেন কেউ?

জানা গেছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের এক সংস্থার কর্মচারীদের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। বড়দিনের উপহার হিসেবে তাদের আগ্নেয়াস্ত্র দিয়েছেন মালিকপক্ষ।

উইসকনসিনের হরটনভিলে ‘বেনশট’ নামে ওই সংস্থাটি আড়বহরে বেশ ছোট। সংস্থায় কাজ করেন মাত্র ১৬ জন স্থায়ী কর্মী। মূলত বুলেটপ্রুফ বিয়ার গ্লাস বানানোর ব্যবসা তাদের। কোনো কোনো বিয়ার গ্লাসের গায়ে আবার লাগানো থাকে আসল বুলেটও।

বাবা-ছেলের মালিকানায় ওই সংস্থার পণ্য বিক্রি হয় অনলাইনে। ওই সংস্থার এক মালিকের মাথায় হঠাৎই এসেছিল ওই আইডিয়াটা। এ বারের বড়দিনে কর্মীদের তারা আগ্নেয়াস্ত্র উপহার দেবেন। তবে তা গিফট কার্ডের আকারে পাবেন কর্মীরা।

পাঁচশ মার্কিন ডলার মূল্যের ওই কার্ড একে একে প্রতিটি কর্মচারীর হাতে তুলে দেওয়া হয়। যাতে নিজেদের পছন্দ মতো বন্দুক-পিস্তল বা অন্য যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনে নিতে পারেন তারা।

কিন্তু, হঠাৎ এই আইডিয়াটা মাথায় আসার কারণ কী? সংস্থার এক মালিক বেন উলফগ্রামের দাবি, কর্মীদের ব্যক্তিগত সুরক্ষার কথা মাথায় রেখেই কিছু একটা দিতে চেয়েছিলাম। সেই সঙ্গে খানিকটা মজা করেই কিছু একটা আকর্ষণীয় উপহারের কথা মাথায় এসেছিল। সেই উপহার পেয়ে বেশির ভাগ কর্মীই খুব খুশি হয়েছেন।

 

মন্তব্য