kalerkantho


নিউজটোয়েন্টিফোরের 'স্বাস্থ্য সংলাপ' এর শততম পর্ব আগামী শুক্রবার

কালের কণ্ঠ অনলাইন   

১০ অক্টোবর, ২০১৮ ১৫:৫৯নিউজটোয়েন্টিফোরের 'স্বাস্থ্য সংলাপ' এর শততম পর্ব আগামী শুক্রবার

স্বাস্থ্য সংলাপের উপস্থাপক ডা. তানিয়া আলম

শততম পর্বে পা দিতে যাচ্ছে নিউজটোয়েন্টিফোরের জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন 'স্বাস্থ্য সংলাপ'। শামছুল হক রাসেলের প্রযোজনায় এবং ডা. তানিয়া আলমের উপস্থাপনায় সরাসরি প্রচারিত অনুষ্ঠানটির ১০০তম পর্ব প্রচারিত হবে আগামী শুক্রবার সকাল ১১টায়। 

বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রতিটি পর্বে নির্দিষ্ট স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি তিনটি ভাগে সজ্জিত থাকে। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান। মন্তব্য