kalerkantho

আঙুলের নখের উপরেই গজিয়েছে আস্ত হাত!

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪৬ | পড়া যাবে ১ মিনিটেআঙুলের নখের উপরেই গজিয়েছে আস্ত হাত!

আঙুলের নখ বেড়ে গেলে তা কাটতে হয়, এটা তো সবারই জানা বিষয়। যদিও অনেকে শখ করে বাড়িয়ে নেন সুন্দর হাতের জন্য। কেউ কেউ আবার তা করেন নিছক রেকর্ড গড়ার জন্য।

কিন্তু, যদি নখের উপরেই গজিয়ে ওঠে আস্ত একটা হাত! এ ধরনেরই ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এ। সেখানের 'নেল সানি' নামের একটি সংস্থা এ ধরনের একটি ভিডিও শেয়ার করেছে তাদের ইনস্টাগ্রামে। মাত্র তিন দিনেই ভিডিওটি দেখেছে  এক লাখ ৯৪ হাজার তিনশ ৯৫ জন।

তবে ভালো করে দেখলে বোঝা যায় যে এটি অস্বাভাবিক কোনো বিষয় নয়। 'নেল আর্ট' নিয়ে কাজ করে এই সংস্থা। সেই সৃষ্টির নেশাতেই এমন অভিনব ব্যাপার ঘটিয়েছে তারা। আঙুলের নখের উপরেই তারা তৈরি করছে ছোট ছোট হাত।

স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এমন অভিনব শিল্পকর্মের জন্য যেমন 'নেল সানি'কে অভিনন্দন জানিয়েছেন। অনেকেই আবার ভর্ৎসনাও করেছেন এমন উদ্ভট কীর্তির জন্য।

মন্তব্য