kalerkantho


গরম স্যুপে পাওয়া গেল মরা ইঁদুর, এরপর...

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৮ ১০:১৬গরম স্যুপে পাওয়া গেল মরা ইঁদুর, এরপর...

ছবি অনলাইন

চীনের জনপ্রিয় এক রেস্টুরেন্ট চেইনে শখ করে স্যুপ খেতে গিয়েছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। তবে স্যুপের বাটিতেই তিনি একটি মরা ইঁদুর পান। এরপর গরম স্যুপের মধ্যে পাওয়া মরা ইঁদুরটির ছবি তুলে ফেলেন তিনি।

তবে ইঁদুর দেখার আগেই সেই স্যুপ কয়েক চামচ খেয়ে ফেলেছিলেন সেই অন্তঃসত্ত্বা নারী। ফলে তিনি নিজের ও অনাগত সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

‘শিয়াবু শিয়াবু’ নামের ওই রেস্তোরাঁয় স্যুপে পাওয়া মরা ইঁদুরের ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়। এরপর চীনের জনপ্রিয় সেই রেস্তোরাঁর লস হয়েছে প্রায় ১৯ কোটি ডলার। অনলাইনে ছড়িয়ে পড়লে রেস্তোরাঁটির জনপ্রিয়তায় ধস নামে। শিয়াবু শিয়াবুর শেয়ারের দামও নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ বাবদ ওই নারীকে ৫০০০ হাজার ইউয়ান (৭৯২ ডলার)ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। এছাড়া শ্যাংডং প্রদেশের ওই শাখাটি বন্ধও ঘোষণা করা হয়েছে।মন্তব্য