kalerkantho


এবার নতুন চ্যালেঞ্জ 'গরম পানি', ভয়ঙ্কর পরিণতি কিশোরের

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:০৬এবার নতুন চ্যালেঞ্জ 'গরম পানি', ভয়ঙ্কর পরিণতি কিশোরের

কাইল্যান্ড ক্লার্ক এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। ভয়ঙ্কর এক সিদ্ধান্তে পুড়ে গেছে ১৫ বছর বয়সী ওই কিশোরের মুখ। সে তার বন্ধুকে মজা করে বলেছিল, গরম পানি চ্যালেঞ্জ খেললে কেমন হয়।

যেমন ভাবনা তেমন কাজ। কাইল্যান্ড যখন ঘুমাচ্ছিল তখন তার বন্ধু এসে ফুটন্ত পানি তার মুখের ওপর ঢেলে দেয়।

কাইল্যান্ড বলছে, আমার মুখের চামড়া তো খুলে পড়ে যাচ্ছিল। আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠেছিলাম। চামড়ার ওপর ফোঁসকা পড়ে গেছে।  

শুধু কাইল্যান্ডই নয়, যুক্তরাষ্ট্রের আরো কয়েকজন ভয়ঙ্কর এই চ্যালেঞ্জের খেলা খেলতে গিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। একজন মারা গেছেন বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টাইম’-এর প্রতিবেদনে বলা হয়েছে।

২০১৭ সালের জুলাইতে আট ব‌‌‌‌‌‌‌‌ছরের এক বাচ্চা মারা যায় তার ভাই তাকে ফুটন্ত পানি খাওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পর। তার গলা পুড়ে যায়। সে বধির হয়ে যায়। পরে সে মারা যায়।মন্তব্য