kalerkantho


মেয়ের মৃত্যুর কাহিনি টিভিতে জানালেন সংবাদ পাঠিকা

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৬মেয়ের মৃত্যুর কাহিনি টিভিতে জানালেন সংবাদ পাঠিকা

মেয়ের বয়স মাত্র ২১ বছর। কিন্তু মাদকাসক্তির পরিণামে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে। সেই সংবাদ টেলিভিশনে জানাতে হলো তার মাকে।

'স্বাভাবিক'ভাবে টেলিভিশনে সেই সংবাদ শোনালেন মা। জানা গেছে, মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায়।

৫২ বছর বয়সী অ্যাঞ্জেলা কেন্নেক সাউথ ডাকোটায় সংবাদ পাঠিকা হিসেবে বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি তার টিভি চ্যানেলেই নিজের কণ্ঠে শোনান মেয়ের মৃত্যুসংবাদ।

অতিমাত্রায় মাদক সেবনের ফলে মারা যায় তার মেয়ে এমিলি। তিনি সেই খবরকেই সচেতনতার উদ্দেশ্যে তুলে ধরেন দর্শকদের জন্য।

যুক্তরাষ্ট্রে মাদক সেবনজনিত মৃত্যু এই মুহূর্তে মহামারির স্তরে। সেই সূত্র ধরেই নিজের জীবনের চরম ট্র্যাজেডিকে জনসমক্ষে খুলে বলার দায় অনুভব করেন অ্যাঞ্জেলা।

এমিলি মারা গেছে গত ১৬ মে। তার পর থেকে একজন সন্তানহারা মা হিসেবে অ্যাঞ্জেলা ভাবতে থাকেন, কীভাবে তুলে ধরা যায় এই সঙ্কট। তার ব্যক্তিগত সঙ্কট আর ব্যক্তিগত নয়। যুক্তরাষ্ট্রে অসংখ্য মা এই যন্ত্রণাকে সহ্য করছেন। যদি একজন সন্তানকেও বাঁচানো যায়, তাহলে তার এই প্রয়াস সার্থক, এই মানসিকতাই অ্যাঞ্জেলাকে একটি বিশেষ প্রোগ্রামে অনুপ্রাণিত করে।

এক বছরেরেও বেশি সময় ধরে মাদকাসক্ত এমিলি মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েছিল। এমিলির ময়নাতদন্ত থেকে জানা যায়, সে কমপক্ষে ছয়বার ‘ফেন্টানিল’ জাতীয় মাদক অতিমাত্রায় গ্রহণ করেছিল। শেষ পর্যন্ত এই মাদক গ্রহণের জেরে সে মারা যায়।

মৃত্যুর আগে সে এই মাদকে আসক্তদের চিকিৎসার জন্য তহবিল গঠনের কথাও বলে গেছে। সেই আহ্বান টিভির পর্দায় রাখেন অ্যাঞ্জেলা।

আবেগে আপ্লুত হলেও এই কাহিনি বলতে গিয়ে একটুও ভেঙে পড়েননি অ্যাঞ্জেলা। সংবাদ পাঠিকার পেশাদারিত্ব তিনি অনুষ্ঠানের আগাগোড়া বজায় রেখেছিলেন। পরে এই অনুষ্ঠানের ভিডিও টুইট করেন তিনি। প্রায় দেড় হাজার রিটুইট হয়ে সেই বার্তা এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি।মন্তব্য