kalerkantho


বিরল সাদা বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রধান আকর্ষণ

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:১৬বিরল সাদা বাঘ এখন চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রধান আকর্ষণ

জীবজন্তু দেখার জন্য এমনিতেই চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। বানর, হরিণের পাশাপাশি রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার পাশে ভিড় একটু বেশিই চোখে পড়ে।

তবে সেই বাঘ যদি হয়ে বিরল প্রজাতির সাদা রংয়ের, তাহলে তো কথাই নেই; আকর্ষণ বেড়ে যায় কয়েকগুণ। তেমনটিই ঘটছে চট্টগ্রামের চিড়িয়াখানায়। সেখানে বিরল প্রজাতির সাদা বাঘ জন্ম নিয়েছে সম্প্রতি।

বাঘের সেই সাদা বাচ্চা দেখার জন্য দর্শনার্থীরা খাঁচার বাইরে ভিড় করছেন। জানা গেছে, চলতি বছরের ১৯ জুলাই তিনটি শাবকের জন্ম হয়। যদিও একদিন পরেই একজনের মৃত্যু হয়।

এখন দু'টি শাবক বেঁচে আছে। তাদের মধ্যে একজন সাধারণ বাঘের মতো হলেও অন্যজন বিরল প্রজাতির সাদা বাঘ। সাদা রংয়ের ওই বাঘটি মেয়ে বলে জানা গেছে।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ড. শাহাদাৎ হোসাইন শুভ বলেন, বাংলাদেশে এই প্রথম সাদা রংয়ের বিরল প্রজাতির বাঘের জন্ম হলো। এর আগে এ ধরনের বাঘ বাংলাদেশে জন্মেনি।

 মন্তব্য