kalerkantho


চীনের ভালোবাসার উৎসবে ৭৭৭ ড্রোনের কাণ্ড! (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৮ ১১:৪৮চীনের ভালোবাসার উৎসবে ৭৭৭ ড্রোনের কাণ্ড! (ভিডিও)

ছবি অনলাইন

১৭ আগস্ট পালিত হলো চীনের ভালোবাসা দিবস খ্যাত ‘কিকসি উৎসব’। এবারের উৎসবটি অন্যান্য বছরের উৎসবের চেয়েও জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

উৎসবের একটি অংশ ছিল লাইট শো। এতে ব্যবহৃত হয়েছে ৭৭৭টি ড্রোন। ড্রোনগুলো আকাশে অসাধারণ সব চিত্র ফুটিয়ে তোলে, যার সবগুলোই কিকসি উৎসবের সঙ্গে সম্পর্কিত।

চীনের হিউনান প্রদেশের চাংসাতে এ উৎসব অনুষ্ঠিত হলো। অসংখ্য মানুষ এ ভালোবাসার উৎসবে ভিড় করেছিলেন।

ভিডিওতে দেখুন ৭৭৭টি ড্রোনের সেই পারফর্মেন্স-মন্তব্য