kalerkantho


দেশি গরুতে আকর্ষণ

আজিম হোসেন, বরিশাল    

১৮ আগস্ট, ২০১৮ ১২:৪৬দেশি গরুতে আকর্ষণ

বরিশালে জমে উঠেছে কোরবানির পশুর হাট। গতকাল শুক্রবার সরেজমিনে বিভিন্ন পশুর হাটে গিয়ে দেখা গেছে ক্রেতাদের ভিড়। ইজারাদার ও ব্যবসায়ীরা জানিয়েছে, শুক্রবার আনুষ্ঠানিকভাবে কোরবানির পশুর হাট শুরু হলেও মূল বেচাকেনা শুরু হবে শনিবার থেকে। ক্রেতারা অনেকে বিভিন্ন বাজার যাচাই করে দেখছে। বাজারে গরুর সরবরাহ রয়েছে অনেক। অন্যান্য বছর ভারত ও মিয়ানমারের বিভিন্ন জাতের গরু বরিশালে বিক্রি হলেও এ বছর তেমন দেখা যায়নি। দেশি গরুর প্রতি ক্রেতাদের চাহিদা বেশি হওয়ায় বেপারীরা দামও হাঁকছে কিছুটা বেশি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সিটি করপোরেশন এলাকাসহ জেলায় ৫১টি পশুর হাট বসেছে। ৫১টি হাটের মধ্যে ১৮টি স্থায়ী এবং ৩৩টি অস্থায়ী। স্থায়ী হাটের অনুমোদন আগে থেকে নেওয়া থাকলেও অস্থায়ী হাটের অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার। তবে মুলাদীর অস্থায়ী পাঁচটি পশুর হাট অনুমোদনের অপেক্ষায় রয়েছে এখনো।মন্তব্য