kalerkantho


রাতে শিশুদের মশারির মধ্যে ঢুকে ঘুমিয়ে গেছে চিতাবাঘের বাচ্চা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৭:৪৬রাতে শিশুদের মশারির মধ্যে ঢুকে ঘুমিয়ে গেছে চিতাবাঘের বাচ্চা

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় একটি চিতাবাঘের শাবক এক বাড়ির ভেতরে ঢুকে মশারির মধ্যে ঘুমন্ত দুই শিশুর মাথার কাছে বসে ছিল। সকালে ওই শিশুদের মা এসে দৃশ্যটি দেখতে পান।

জানা গেছে, ইগাতপুরি তালুকা অঞ্চলের ধামানগাঁও এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলে ঘটনাটি ঘটেছে।

বন দপ্তরের কর্মকর্তা গোরখনাথ যাদব জানান, মনীষা বারদের বাড়িতে তিন মাসের ওই চিতাবাঘের শাবকটি অন্ধকারে ঢুকে পড়ে। সেই বাড়িতে গিয়ে তিনি শাবকটি দেখেছেন।

তিনি এ ব্যাপারে বলেন, ভোর সাড়ে পাঁচটা নাগাদ বারদে তার দুই সন্তানের মাথার কাছে মশারির ভেতর শাবকটিকে ঘুমিয়ে থাকতে দেখেন। তার সন্তানরা মশারি টাঙিয়ে শুয়ে ছিল। তিনি শাবকটিকে না বিরক্ত করে নিজের শিশুদের সাবধানতার সঙ্গে বাইরে বের করে নেন। তারপর তিনি গ্রামবাসীদের সতর্ক করে দেন।

যাদব আরো জানান, বন দপ্তরের একদল কর্মী বারদের বাড়িতে উপস্থিত হয়ে শাবকটিকে উদ্ধার করে এবং তাদের স্থানীয় অফিসে নিয়ে যান।

প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বনের পর শাবকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে অনেকের মনেই এখন প্রশ্ন, ওই শাবকটির মা কোথায়?মন্তব্য