kalerkantho


স্কুটির পা রাখার জায়গায় জটলা পাকিয়ে বসে আছে পাইথন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৭:৩০স্কুটির পা রাখার জায়গায় জটলা পাকিয়ে বসে আছে পাইথন

স্কুটি রেখে প্রয়োজনীয় কাজ সেরে ফিরে এসে চালক দেখতে পান, তাতে জটলা পাকিয়ে বসে অাছে আস্ত একটি পাইথন। নিজের স্কুটিতে পাইথন গুটিয়ে থাকতে দেখে ভয় পেয়ে যান ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে প্রাণীকল্যাণ সংস্থা, ওয়াইল্ডলাইফ এসওএস এর কাছে সাহায্য চেয়ে ফোন করেন তিনি।

গত সোমবার ভারতের দিল্লির আয়া নগর ফেজ-৫ এর বাসিন্দা কিরণ কুমার নিজের স্কুটিতে ওই সাপ দেখতে পান। তিনি বলেন, আমার স্কুটির ডেকে একটা সাপ গুটিয়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে যাই।

তিনি আরো বলেন, আমরা শহরের বাইরের দিকে থাকায় কাছাকাছি অনেক জঙ্গল রয়েছে। ফলে প্রায়ই আমাদের এই অঞ্চলে সাপ দেখা যায়।

তিনি এনজিও কর্মীদের ফোনে জানান, শিগগিরই হাজির হওয়ার জন্য। এনজিও-র উদ্ধারকারী দলের সদস্যদের মতে চার ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথনটি সম্ভবত বৃষ্টি থেকে বাঁচতেই স্কুটিতে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষাবধি ওই অঞ্চলের মানুষদের ভয় পাইয়ে দেয়।  

এনজিও-র সদস্যরা সাপটা সরিয়ে জঙ্গলে ছেড়ে দেন। ভারতের রক পাইথন বিষবিহীন, তবে কামড় দিলে ক্ষত তৈরি করতে পারে।মন্তব্য