kalerkantho


কৃত্রিম ফুলকায় পানির নিচে মাছের মতোই শ্বাস নিতে পারবে মানুষ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৫:৫৫কৃত্রিম ফুলকায় পানির নিচে মাছের মতোই শ্বাস নিতে পারবে মানুষ

ছবি অনলাইন

মাছের মতো পানির নিচেও যদি মানুষের পক্ষে শ্বাস নেওয়া যেত তাহলে কেমন হতো? এবার এমন অদ্ভুত বিষয়কেও সম্ভব করে তুলেছে বিজ্ঞান।

পানির নিচে মানুষ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। আর এ কারণে সেখানে মানুষের চলাফেরাও সীমিত। তবে কৃত্রিম ফুলকা তৈরির ফলে সে বিষয়টিও আর অস্বাভাবিক থাকছে না।

মাছ ফুলকার সহায়তায় পানির নিচ থেকেই অক্সিজেন সংগ্রহ করে। আর সে প্রযুক্তিতেই ডিজাইনার জুন ক্যামেই কৃত্রিম ফুলকার ডিজাইন করেছেন। এটি তৈরিতে থ্রিডি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।

সমুদ্রের উচ্চতা ক্রমে বাড়ছে। এতে ডুবে যেতে পারে বিশ্বের বহু স্থান। এ বিষয়টিকেই কৃত্রিম ফুলকা তৈরির পেছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে।

বর্তমানে নির্মিত নমুনা ডিভাইসটি মাছের মতোই পানির নিচ থেকে মানুষের ব্যবহারের জন্য অক্সিজেন সংগ্রহ করতে পারে। তবে বর্তমানে এটি একজন মানুষের জন্য পর্যাপ্ত অক্সিজেন সংগ্রহ করার মতো না হলেও ভবিষ্যতে তা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা।মন্তব্য