kalerkantho


মার্কিন রেস্টুরেন্টে এখনো কালো মানুষদের খেতে বাধা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১১:৩১মার্কিন রেস্টুরেন্টে এখনো কালো মানুষদের খেতে বাধা

ছবি অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বর্ণবাদ প্রথা সম্পূর্ণ উঠে গেছে বলে অনেকেই মনে করেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। ফ্লোরিডা রাজ্যের এক রেস্টুরেন্ট সম্প্রতি কয়েকজন কালো মানুষকে খাবার পরিবেশন করা হয়নি। এরপর বিষয়টি জানাজানি হলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অবশ্য দুঃখ প্রকাশ করেছে।

লেক সিটি ডেনিস নামে এক রেস্টুরেন্টে ঘটনাটি ঘটে। এলিজাহ হেন্ডারসন নামে এক কৃষ্ণাঙ্গ নারী জানান তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে সেই রেস্টুরেন্টে গিয়েছিলেন। এরপর রেস্টুরেন্টের স্টাফরা তাদের খাবার দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।

এ ঘটনায় দুঃখ পেলেও বিষয়টি নীরবে মেনে নিতে চাননি এলিজা। তিনি ফেসবুক লাইভে এসে বিষয়টি সবাইকে জানিয়ে দেন।

এলিজা জানান, তাদের পরে এসে অন্যান্য পরিবার ঠিকই খাবার পেয়েছে। কিন্তু তাদের খাবার দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমার ত্বকের বর্ণ কালো বলেই কি এটি হলো?’

ভিডিওটি অল্পসময়ের মধ্যে প্রচুর মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি অভিযোগ আকারে নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পরে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এ ধরনের বৈষম্যের ঘটনা তাদের রেস্টুরেন্টে সহ্য করা হবে না বলেও জানিয়েছে। সূত্র : ইনডিপেনডেন্টমন্তব্য