kalerkantho


ট্যাক্সিতে দেখে ভালো লাগে তিন ভাইয়ের, হোটেলে গিয়ে ধর্ষণের অভিযোগ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৮ ২২:৪১ট্যাক্সিতে দেখে ভালো লাগে তিন ভাইয়ের, হোটেলে গিয়ে ধর্ষণের অভিযোগ

হোটেলে এক নারীকে ধর্ষণের অভিযোগে ইতোমধ্যেই দুই ভাইকে আটক করেছে টেনেসির মেমফিস শহরের পুলিশ। স্থানীয় একটি হোটেলে একজন নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই তিন ভাইয়ের বিরুদ্ধে।

পুলিশ বলছে, বিমানবন্দর থেকে ট্যাক্সিতে চড়ে হোটেলে আসছিলেন ওই নারী। গাড়িতে চড়ার পর বুঝতে পারেন, অারো দু'জন তাতে রয়েছে। চালকের সঙ্গে ওই দুইজনের চেহারার বেশ মিল রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন ওই নারী।

পথিমধ্যে ওই নারীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তারা। তবে ওই নারী রাজি না হলে তারা আর কথা বাড়াননি। ওই সময় তাদের একজনের কাছে পিস্তল ছিল বলে দাবি করেছেন ওই নারী।

কিছুক্ষণ পর হোটেলের কক্ষে চলে যান ওই তিন ব্যক্তি। সেখানেই ওই নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

তবে জিজ্ঞাসাবাদে আটক দুই ভাই বলেছেন, তারা হোটেল পর্যন্ত গেছেন। তবে ওই নারীকে ধর্ষণ করেননি। তাদের মনে হয়েছে ওই নারী যৌনকর্মী। সে কারণে অর্থের বিনিময়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন তারা। এর বেশি কিছু নয়।মন্তব্য